অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে আগের দিন সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও জার্মানি। আজ শনিবার তাদের সঙ্গে যোগ দিয়েছে ফ্রান্স ও মালি। ফ্রান্স ১-০ গোলে উজবেকিস্তানকে হারিয়ে শেষ চারে উঠেছে। মালি একই ব্যবধানে মরক্কোকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়েছে।
ইন্দোনেশিয়াতে চলমান টুর্নামেন্টে শনিবার অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল ফ্রান্স ও উজবেকিস্তান। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধও গোলশূন্যভাবে শেষ হওয়া শঙ্কা জেগেছিল। কিন্তু ৮৩ মিনিটে বোউনেবের গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।
প্রায় একইরকম অবস্থা ছিল মালি ও মরক্কো ম্যাচে। মালির হয়ে একমাত্র গোলটি করেন ডিয়ারা। ৮১ মিনিটে হয় এ গোলটি।
আগামী ২৮ নভেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মালি।
