অভিযোগ প্রত্যাখ্যান মনজুর- ক্রীড়া উপদেষ্টার উদ্বেগ

জাহানারার অভিযোগ নিয়ে তোলপাড়

বাংলাদেশের ক্রিকেট দারুন এক ধাক্কা খেয়েছে বৃহস্পতিবার। কারণ এদিন এক সরাসরি ভিডিও সাক্ষাতকারে রীতিমতো কান্নাকাটি করে নতুন কিছু অভিযোগ আনেন নারী ক্রিকেট দলের তারকা জাহানারা আলম। তার মধ্যে গুরুতর অভিযোগ ছিল, বাংলাদেশে প্রথম বিশ্বকাপ খেলা দলের বাঁহাতি পেসার মনজুরুল ইসলাম মনজুর বিপক্ষে। তিনি নারী দলের নির্বাচক এবং টিম ম্যানেজার থাকাকালীন যৌন হেনস্তার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এমন দাবি করেন জাহানারা। অবশ্য মনজুরুল ইসলাম সব মিথ্যা বলে দাবি করেছেন। তবে বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বিষয়টি।

কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকে নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিপক্ষে একগাদা অভিযোগ করেন জাহানারা। তবে বিষয়টি প্রত্যাখ্যান করেন জ্যোতি এবং দূরভিসিন্ধিমূলক দাবি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বৃহস্পতিবার ভিডিও সাক্ষাতকারে জাহানারা কান্নাকাটি করে নারী দলের নির্বাচক মনজুর বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ আনেন। কোচিং স্টাফ এবং নারী উইংয়ের সাথে সংশ্লিষ্ট কয়েকজনের বিপক্ষেও একই ধরণের অভিযোগ করেন জাহানারা। এবার নড়েচড়ে বসে বিসিবি এবং রাতেই এক বিবৃতিতে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করার কথা জানানো হয় যাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

জাহানারার এই নতুন অভিযোগ পুরো ক্রীড়াঙ্গনই শুধু নয়, সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত কেঁপে উঠেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে ক্রীড়া দপ্তর থেকে জাহানারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ বলেছেন,‘তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

এ ধরণের ঘটনা হয়ে থাকলে সেটি ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও বলেছেন,‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

জাহানারা যে অভিযোগ করেন সেখানে তিনি মনজুকে নিয়ে বলেন,‘উনি (মনজুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস। বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’ ২০২২ বিশ্বকাপের কথা বলেছেন জাহানারা।

এর আগে মনজুর বিপক্ষে হেনস্তার অভিযোগ করেন সাবেক অলরাউন্ডার রুমানা আহমেদ

অবশ্য মনজু এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এই মুহুর্তে চীনে অবস্থান করা জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’ তবে মনজু যতই বিষয়টি এড়িয়ে যেত চান না কেন, এর আগেও তার বিপক্ষে এমন অভিযোগ করেছিলেন নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। তখনও মনজুকে বাঁচিয়ে দেওয়া হয়েছে বিষয়টি ধামাচাপা দিয়ে। কিন্তু এবার হয়তো সহজে পাশ কাটিয়ে যেতে পারবেন না মনজু।

Exit mobile version