আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন সদস্যপদ পেল দুই দেশ। জাম্বিয়া ও তিমোর-লেস্তে আইসিসির নতুন দুই সহযোগী সদস্য হয়েছে। রোববার (২০ জুলাই) তাদের সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে আইসিসির সহযোগী দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০।
এতদিন আফ্রিকা মহাদেশে আইসিসির সহযোগী দেশের সংখ্যা ছিল ২১, জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন যোগ দেওয়ায় তা বেড়ে দাঁড়াল ২২-এ। অন্যদিকে তিমোর-লেস্তে ক্রিকেট ফেডারেশন এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ১০ম।
আইসিসি এই দুই দেশকে সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়। সহযোগী দেশগুলোর প্রতিনিধি হিসেবে ফ্রান্স ক্রিকেটের গুরুমুর্তি পালানি, হংকং ক্রিকেটের অনুরাগ ভাটনগর ও ক্রিকেট কানাডার গুরদীপ ক্লেয়ার প্রধান নির্বাহী কমিটিতে যোগ দিয়েছেন। বার্ষিক সাধারণ সভায় আইসিসি অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















