কার্লো আনচেলত্তির অধীনে এসি মিলানে সোনালী সময় কাটিয়েছিলেন রিকার্দো কাকা। সেই সময়কার সাফল্যের স্মৃতি এখনও অম্লান কাকার মনে। আর তাই যখন প্রিয় কোচ আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, তখন কাকাও জানিয়ে দিলেন—তিনি প্রস্তুত জুটি বাঁধতে।
সম্প্রতি কেজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা বলেন, “যদি সুযোগ পাই, আমি প্রস্তুত ব্রাজিলে ফিরতে। ২০১৭ সালে খেলা ছেড়ে দেওয়ার পর নিজেকে প্রস্তুত করেছি কোচিংয়ের জন্য। হার্ভার্ডে স্পোর্টস বিজনেস কোর্স করেছি, ব্রাজিলেও কোচিং কোর্স করেছি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে আমার।”
গত ৬০ বছরে প্রথম বিদেশি কোচ হিসেবে আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে ২৬ মে দায়িত্ব নেবেন তিনি, আর সেদিনই ঘোষণা করবেন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের দল।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আনচেলত্তির ঘোষণার আগেই ক্লাবগুলোকে পাঠানো ৫০ জনের প্রাথমিক তালিকায় আছে একাধিক চমক। ফ্লামেঙ্গোর ছয় খেলোয়াড়ের পাশাপাশি নাম রয়েছে ইনজুরি থেকে ফেরা নেইমারেরও।
এদিকে কাকাকে প্রশ্ন করা হয় মেসি না রোনালদো—কাকে এগিয়ে রাখবেন তিনি? জবাবে কাকা বলেন, “বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাসের সেরা হয়ে যায় না। আমিও জিতেছি, কিন্তু আমি সেরা নই। মেসি জিনিয়াস, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।”
সব মিলিয়ে আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরুর আগেই জমে উঠেছে আলোচনা। কাকা থাকলে সেটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
