নতুন কোচ পেল ব্রাজিল ফুটবল দল। কার্লো আনচেলোত্তি হচ্ছেন সেই নতুন কোচ। আনচেলোত্তির সঙ্গে চুক্তির বিষয়টি ব্রাজিল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে এখনই নয়, আগামী জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান এদনালদো রদ্রিগেস বলেন, কার্লো আনচেলোত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া এই সিদ্ধান্তেরও বেশি কিছু। আমরা আবার বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ফিরতে চাই।
রদ্রিগেস বলেন, আনচেলোত্তি ইতিহাসের সেরা কোচ। এখন তিনি বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলের দায়িত্বে রয়েছেন। একসঙ্গে আমরা ব্রাজিলীয় ফুটবলে গৌরবের নতুন অধ্যায় শুরু করবো।
বিবিসি জানিয়েছে, ২৬মে আনচেলোত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। রিয়ালের সবচেয়ে সফল কোচ হিসেবে বিদায় নেবেন তিনি। তবে রিয়ালের হয়ে ১৫ ট্রফি জয়ী আনচেলোত্তির বিদায়টা মোটেও সুখকর হচ্ছে না। কেননা এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ কিছুই জিততে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে, এ সপ্তাহে বার্সেলোনার কাছে হেরে লা লিগায় শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে। বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রে’তে হতাশ হতে হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















