আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের তৃতীয় ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে রশিদ খানের আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট মিশন শুরু করলো রোহিত শর্মার ভারত।
বার্বাডোজে টস জিতে ব্যাটিং করতে নেমে সূর্যকুমারের অর্ধশতকে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। ৫৩ রানের ইনিংস খেলে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন সূর্যকুমার। আফগানদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ফজলহক ফারুকি ও রশিদ খান।
ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদে পড়ে আফগানরা। বুমরা-অক্ষরদের বোলিং তোপে ৪.১ ওভারে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।
নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৪ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ৭ রানে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। শেষ পর্যন্ত ৪৭ রানের জয়ে সুপার এইট পর্ব শুরু করেছে এশিয়ান জায়ান্টরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮১/৮ (সূর্যকুমার ৫৩, পান্ডিয়া ৩২, কোহলি ২৪, পন্ত ২০, অক্ষর ১২, দুবে ১০; রশিদ ৩/২৬, ফারুকি ৩/৩৩, নাভিন ১/৪০)।
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৪ (ওমরজাই ২৬, গুলবাদিন ১৭, নবী ১৪; বুমরা ৩/৭, অর্শদীপ ৩/৩৩, কুলদীপ ২/৩২, অক্ষর ১/১৫, জাদেজা ১/২০)।
ফল: ভারত ৪৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















