আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপে বসুন্ধরার হ্যাটট্রিক শিরোপা

শিরোপাজয়ী বসুন্ধরার খেলোয়াড়দের উল্লাস।

টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৫-৩ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে হ্যাট্রট্রিক শিরোপা জয় করলো বসুন্ধরা কিংস। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ ম্যাচের বাকি ১৫ মিনিট খেলা হয়। যেখানে কোন দলই আর গোল পায়নি। ফলাফল নির্ধারণী পেনাল্টি শ্যুট আউটে জয় তুলে নেয় বসুন্ধরা।

গত ২২ এপ্রিল ফেডারেশন কাপের ফাইনালে ঝড়-বৃষ্টি-দর্শকদের গোলযোগ ও আলোক স্বল্পতার কারণে শেষ মুহুর্তে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ১৫ মিনিটের খেলা হয়। পরে সিদ্ধান্ত অনুযায়ী আজ ম্যাচের অতিরিক্ত ১৫ মিনিট খেলা হয়েছে।

আজ ১৫ মিনিটের খেলায়ও রেফারি সায়মন সানি চার হলুদ কার্ড দেখিয়েছেন। উভয় দলেই দেখেছে দু’টি করে হলুদ কার্ড। বসুন্ধরার ১০ জনের বিপরীতে আবাহনী ১১ জন নিয়ে খেলেও চড়াও হয়ে খেলতে পারেনি।

Exit mobile version