আবুধাবি টি-টেন লিগ – ছাড়পত্র পেলেন সাইফ, নাহিদ পাননি

আবুধাবি টি-টেন লিগ

আবুধাবি টি-টেন আসরে সাইফ ও নাহিদ দল পেয়েছিলেন

আবুধাবি টি-টেন লিগ

আগামী ১৮ নভেম্বর মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগ । এই আসরে দল পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন। এর মধ্যে ডানহাতি ওপেনার সাইফ হাসান এস্পিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন। আর তরুন ফাস্ট বোলার নাহিদ রানাকে নিয়েছে ভিসতা রাইডার্স। খেলার জন্য সাইফকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নাহিদকে এনওসি দেওয়া হয়নি।

আবুধাবির জনপ্রিয় ক্রিকেট আসর টি-টেন লিগে নিয়মিতই বাংলাদেশী ক্রিকেটাররা খেলে থাকেন। এবারও রয়্যাল চ্যাম্পসের নেতৃত্বে থাকবেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই আসরে খেলবে ডানহাতি ওপেনার সাইফ হাসান। সম্প্রতি টি-টোয়েন্টিতে আলো ছড়ানো এই ব্যাটারকে নিয়েছে এস্পিন স্ট্যালিয়ন্স। ইতোমধ্যে বিসিবি থেকে এনওসি পেয়ে গেছেন সাইফ।  

অবশ্য আগামী ২৭, ২৯  নভেম্বর ও ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগেই সাইফকে দেশে ফিরে জাতীয় দলে যোগ দিতে হবে। তিনি ২৩ নভেম্বর পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন।

আবুথাবি টি-টেন আসরে সাইফ হাসান খেলবেন এস্পিন স্ট্যালিয়ন্সের হয়ে

অন্যদিকে নাহিদ রানা টেস্ট দলের নিয়মিত সদস্য। তিনি বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। নাহিদ টি-টোয়েন্টি দলে না খেললেও তাকে টেস্ট সিরিজের পর চলমান লঙ্গার ভার্সন ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে বলা হয়েছে।

মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নাহিদকে প্রস্তুত রাখতে চায় বিসিবি। তাই স্বল্প সময়ের জন্য টি-টেন লিগে খেলতে দিয়ে ইনজুরি ঝুঁকি বাড়াতে চায় না বিসিবি। এজন্য নাহিদকে এই আসরে খেলার অনুমতি দেওয়া হয়নি। তিনি ভিসতা রাইডার্সে ডাক পেয়েছিলেন।

Exit mobile version