‘আমি ওর ভক্ত’—সোহানকে নিয়ে ফাহিমের উচ্ছ্বাস

বর্তমানে ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার নুরুল হাসান সোহান। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলার পাশাপাশি নেতৃত্বগুণেও নজর কাড়ছেন তিনি। বিপিএল, ডিপিএল থেকে শুরু করে এ দল ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করছেন তিনি।

এই টুর্নামেন্টে সোহানের নেতৃত্বে টানা দুই ম্যাচ জিতে ফাইনালের দোরগোড়ায় রয়েছে রংপুর। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে জায়গা মিলছে না নিয়মিত। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, নির্বাচকদের নজর আছে সোহানের ওপর।

আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, “অবশ্যই সোহান খুব ভালো ক্যাপ্টেন, দারুণ প্লেয়ার এবং অনুপ্রেরণাদায়ী লিডার। আমি ওকে সবসময় হাই রেট করি। আমি নিজেও ওর একজন ভক্ত।”

তিনি আরও বলেন, “সোহান এই টুর্নামেন্টে খেলছে, এটা খুব ইতিবাচক দিক। সে যেসব অভিজ্ঞতা অর্জন করছে, তা শুধু গ্লোবাল লিগের জন্য নয়—জাতীয় দল গঠনের ক্ষেত্রেও তা কাজে আসবে। আমরা তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করছি।”

Exit mobile version