আর্জেন্টিনা দল থেকে বাদ তিন তারকা ফুটবলার
আর্জেন্টিনা স্কোয়াডে নেই তিন তারকা খেলোয়াড় । হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দল থেকে বাদ পড়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওন । আফ্রিকায় এ টিকা বাধ্যতামূলক । আফ্রিকা মহাদেশের দেশগুলোয় ‘ইয়েলো ফিভার’ বা হলুদ জ্বরের প্রকোপ অত্যন্ত বেশি। তাই কিছু দেশে প্রবেশের জন্য এই জ্বরের টিকা বাধ্যতামূলক। কিন্তু আলভারেজ, মলিনা ও সিমিওনে এই টিকা নেননি। সে কারণে দল থেকে ছাঁটাই করা হয়েছে এ ত্রয়ীকে।

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস ১১ নভেম্বর। এবার ৫০ বছর পূর্তিতে বেশ আয়োজন রাখছে তারা। এই উপলক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রীত ফুটবল ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। অ্যাঙ্গোলায় ‘হলুদ জ্বরের’ প্রকোপ রয়েছে। তাই বাইরের দেশ থেকে যে কেউ দেশটিতে প্রবেশ করার আগে টিকা নেওয়া অতীব জরুরী। সেভাবেই আর্জেন্টিনা স্কোয়াডও সাজানো হয়েছে। কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে রেখেছিলেন আলভারেজ, মলিনা ও সিমিওনকে। তবে টিকা না নেওয়াতে তাদের শেষ মুহুর্তে এই মিশন থেকে বাদ দিতে হয়েছে।
১৪ নভেম্বর রাজধানী লুয়ান্ডায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে স্বাগতিক অ্যাঙ্গোলা। বাংলাদেশ সময় অনুসারে রাত ১০টায় ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচ আয়োজন করতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা (১ কোটি ২০ লাখ ইউরো) দিচ্ছে অ্যাঙ্গোলা সরকার।
চলতি বছর অ্যাঙ্গোলার বিপক্ষে এটাই শেষ ম্যাচ আর্জেন্টিনার। সেই ম্যাচের জন্য দলে ঠাঁই হয়নি এনজো ফার্নান্দেজের। কারণ হাঁটুর ইনজুরি তার। এখন আবার ৩ জনকে ছেঁটে ফেলতে হয়েছে। তাই শেষ মুহুর্তে কোচ লিওনেল স্কালোনি দলে টেনেছেন ৩ তরুনকে। তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের ভাই ডিফেন্ডোর কেভিন ম্যাক-অ্যালিস্টার, লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ওঠা লিসান্দ্রো মার্টিনেজ ও অ্যাটাকিং মিডফিল্ডার এমিলিও বুয়েন্দিয়া ডাক পেয়েছেন।
এই ম্যাচের পর লম্বা বিরতি আছে বিশ্ব চ্যাম্পিয়নদের। আগামী বছর মার্চে মর্যাদার ফিনালিসিমা। শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখনও স্পেনেই তারা অনুশীলন করছে। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি খেলে আবার ইউরোপে ফিরবে স্কালোনির শিষ্যরা। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে অনুশীলন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














