একাধিকবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন পোলিশ তারকা ইগা সিওনতেক। কিন্তু সেখানে ছিল উইম্বল্ডনের শিরোপা। থাকারও কথাও নয়, তেমন সম্ভাবনাও আগে কখনো তিনি তৈরি করতে পারেননি। কেননা আগে কখনো তিনি ফাইনালেই উঠতে পারেননি। এবার যখন পারলেন তখন আর হতাশ হতে হয়নি। ট্রফি কেসে উইম্বল্ডনের শিরোপাটাও যোগ করে নিয়েছেন। হয়েছেন উইম্বল্ডনের এবারের রাণী। প্রথমবারের মতো জয় করেছেন উইম্বল্ডনের শিরোপা।
অবিশ্বাস্য এক একতরফা ম্যাচ খেলেছেন সিওনতেক। যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে দাঁড়াতেই দেননি। ম্যাচ জিতেছেন ৬-০ ও ৬-০ গেমে। এক ঘন্টারও কম সময় মাত্র ৫৭ মিনিটে লড়াই শেষ করেছেন। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই সিওনতেক।
এর আগে উইম্বল্ডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০ ও ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট চ্যাম্বার্স। এরপর ১৯৯৮ সালে নাতাশা জভেরেভাকে এমনভাবে হারিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সর্বকালের অন্যতম নারী সেরা টেনিস তারকা স্টেফি গ্রাফ। ৩৭ বছর পর এই অবিশ্বাস্য কীর্তিতে নাম লেখালেন সিনওতেক।
প্রথম সেট জিততে সিওনতেক সময় নিয়েছিলেন মাত্র ২৫ মিনিট। সিওনতেকের থেকে মাত্র তিন মাসের ছোটো আনিসিমোভা ভুলের পর ভুল করেছেন। ফলে সহজেই জয় পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম উইম্বল্ডন জিতে সিওনতেক প্রাইজমানি পেয়েছেন ৩০ লাখ পাউন্ড।
