বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল একাদশ ৯ উইকেটে শহীদ মুশতাক একাদশকে পরাজিত করেছে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। জবাবে ১৪ ওভার দুই বলে এক উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় শহীদ জুয়েল একাদশ।
শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন। অন্যদিকে শহীদ মুশতাক একাদশের নেতৃত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।
শহীদ মুশতাক একাদশের পক্ষে মেহরাব অপি ১৪, আব্দুল হান্নান সরকার ২৫, মিনহাজুল আবেদীন নান্নু ১২, খান আব্দুর রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ঝড়ু ১৯, মুফফিকুর রহমান বাবু অপ: ১০, সাজ্জাদ আহমেদ শিপন ১ ও হাসিবুল হোসেন শান্ত অপ: ১২ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২০।
শহীদ জুয়েল একাদশের পক্ষে দুটি করে উইকেট নে তালহা জুবায়ের ও মোহাম্মদ রফিক। একটি উইকেট নেন ফয়সাল হোসেন ডিকেন্স।
১২৯ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে মোহাম্মদ রফিক ও এহসানুল হক সেজানের সামনে পাত্তাই পায়নি । ৩৬ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৮ রান করে রফিক আউট হওয়ার সময় জুয়েল একাদশের রান ছিলো ১০৮। পরে উইকেটে এসে সেজানের সাথে যুক্ত হয়ে বাকী কাজটুকু সারেন শাহরিয়ার নাফিস।
জুয়েল একাদশের পক্ষে রফিক সর্বোচ্চ ৫৮ (৩৬ বল), সেজান ৪৩ (৩৯ বল) ও শাহরিয়ার নাফিস ১৬ রান (১১ বল) করেন। অতিরিক্ত থেকে এসেছে ১৬ রান।
মুশতাক একাদশের পক্ষে ছয়জন বোলার এদিন হাত ঘুরিয়েছেন। তিন ওভারে ২৫ রান একমাত্র উইকেটটি পেয়েছেন খান আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর:
শহীদ মুসতাক একাদশ ১৫ ওভারে ১২৮/৫
শহীদ জুয়েল একাদশ ১৪.২ ওভারে ১৩৩/১
ম্যাচ সেরা খেলোয়াড়