টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৭ বছর পর জয় করেছে ভারত। সাথে ভেঙেছে ১১ বছরের ট্রফিখরা। দেশজুড়ে চলেছে সমর্থকদের বাধভাঙা উল্লাস। শিরোপা জেতায় বড় অংকের প্রাইজমানি পেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। রোহিতদের জন্য ১২৫ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় ১৭৫ কোটি রুপির বেশি পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। এবার প্রকাশিত হলো সেই টাকা থেকে কে কত পাচ্ছেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন ভারত দলের মোট ৪২ জন খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফ। যাদের মধ্যে মূল স্কোয়াডে ছিলেন ১৫ জন ক্রিকেটার।
এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বকাপজয়ী দলে থাকা প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ৫ কোটি রুপি করে।
যারা একটি ম্যাচও খেলেননি, তাঁরাও সমপরিমাণ টাকা পাচ্ছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন ৫ কোটি রুপি। অর্থাৎ ১২৫ কোটি রুপির মধ্যে ১৬ জনই পাচ্ছেন ৮০ কোটি রুপি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের রিজার্ভ হিসেবে গিয়েছিলেন রিংকু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ। এক কোটি রুপি করে পকেটে ভরবেন তাঁরা প্রত্যেকেই।
ভারতীয় কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং কোচ বিক্রম রাথোর, ফিল্ডিং কোচ টি দিলিপ আর বোলিং কোচ পরশ মামব্রে পাচ্ছেন আড়াই কোটি রুপি করে। এই টাকার অংশীদার হচ্ছেন নির্বাচক কমিটিরাও। প্রধান নির্বাচক অজিত আগারকারসহ তারা প্রত্যেকেই পাবেন এক কোটি রুপি করে।
‘সাপোর্ট স্টাফ’দের মধ্যে তিনজন ‘ফিজিওথেরাপিস্ট’, তিনজন ‘থ্রোডাউন’ বিশেষজ্ঞ, দুইজন ‘মেসিয়ার’ এবং স্ট্রেন্থ ও ‘কন্ডিশনিং কোচ’; প্রত্যেকেই পাচ্ছেন ২ কোটি রুপি করে।
ভারত দল বিশ্বকাপ জয় করে দেশে ফিরে প্রথমেই পা রাখে দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করে মুম্বাইয়ে যায় ভারত দল। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা হয় তাঁদের। ভারত দলের জন্য ১১ কোটি রুপি উপহার দেন শিন্ডেও ।