বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট আড়াই কোটি টাকা!

চলতি বছরের পহেলা জুন মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এখনো বিশ্বকাপ শুরু হতে প্রায় তিন মাস বাকী থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট নিয়ে এখনই হাহাকার শুরু হয়েছে।

রাজনৈতিক কারণে এক যুগের অধিক সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে বিশ্বকাপ অথবা এশিয়া কাপের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় ক্রিকেটপ্রেমীদের। তাইতো এই ম্যাচে টিকেটের চাহিদাও থাকে অন্য যেকোনো ম্যাচের তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হাই-ভোল্টেজ এই ম্যাচের টিকেট নিজেদের ওয়েবসাইটে ছাড়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে। সেই সোনার হরিণ যারা হাতে পেয়েছেন তাঁদের মধ্যে কেউ কেউ আবার তা চড়া দামে বিক্রি করতে নেমেছেন কালোবাজারে।

তবে কালোবাজারে বিক্রি করার জন্য তাঁরা যে দাম হাঁকাচ্ছেন তা চোখ কপালে ওঠার মতো। সর্বনিম্ন এক হাজার তিনশ ডলারের নিচে নেই কোনো টিকেট। এমনকি এখন পর্যন্ত সর্বোচ্চ দুই লাখ ২৫ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকারও বেশি উঠেছে একটি টিকেটের দাম।

আইসিসির ওয়েবসাইটে এই ম্যাচের সবচেয়ে কমদামি টিকেটের দাম ছিলো মাত্র ৬ ডলার অর্থাৎ প্রায় ৭৫০ টাকা। সর্বোচ্চ ৪০০ ডলার বা প্রায় ৫৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছিলো প্রিমিয়াম জায়গায় বসে খেলা দেখার সুযোগ।

Exit mobile version