বিশ্বকাপ ফাইনালে পিচের মাটি মুখে নেয়ার কারণ জানালেন রোহিত

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে যুগের অপেক্ষা ঘুচিয়ে ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। গত ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পিচের মাটি মুখে পুরেছিলেন ভারত অধিনায়ক।

যা নিয়ে বিশ্ব ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে কৌতুহল। অবশেষে ক্রিকেট ভক্তদের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত। বিশ্বকাপ জয়ের পর ক্যারিবিয়ানে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেন রোহিত। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। কথা বলেন, পিচের মাটি মুখে নেয়া নিয়েও।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত ভিডিওতে রোহিত বলেন, ‘কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।’

Exit mobile version