ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে রোহিত শর্মার দল। এবারের আসরের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি রেখেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় সবচেয়ে বেশি অর্থ পুরষ্কার জিতেছে ভারত।
শিরোপাধারী ভারত জিতে নিয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা। সেই সাথে সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পেয়েছে তাঁরা।
রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও পেয়েছে বড় অঙ্কের পুরষ্কার। তাঁদের ঝুলিতে জমা পড়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৫ কোটি ৪ লাখ টাকারও বেশি।
সেমিফাইনাল হারা ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ২৫ হাজারেরও বেশি।
সুপার এইট থেকে বাদ পড়া চার দল পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সেইসাথে আছে ম্যাচ জয়ের বোনাসও।
সুপার এইট খেলা বাংলাদেশ প্রাইজমানি ও ম্যাচ জয়ের বোনাস মিলিয়ে মোট ৪ লাখ ৭৫ হাজার ৬৫৪ ডলার পেয়েছে। যা ৫ কোটি ৫৫ লাখ ৯১ হাজারেরও বেশি।