উইকেট দেখে একাদশের সিদ্ধান্ত-সিমন্স

টেস্ট সিরিজ দিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কা সফর শুরু করবে নাজমুল হোসেনর বাংলাদেশ। সফরে প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন দেখেই একাদশ গঠন করবে টাইগাররা। আজ রোববার প্রথম দিনের অনুশীলন করেছে টাইগাররা। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স।

এসময় প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয় প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়ে। জবাবে বাংলাদেশের প্রধান কোচ সিমন্স বলেন,‘এখনও কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।’

এর আগে গত বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। সিরিজ শুরুর আগে বিষয়টি শান্তর খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস সিমন্সের, ‘আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। পিচে গিয়ে তার কাজ ক্রিকেট খেলা। অন্য সব ভাবনা খেলার পরে। তাই আমি মনে করি এটা তার ক্রিকেটে প্রভাব ফেলবে না।’

Exit mobile version