দুই দেশের উত্তেজনার মধ্যেই শুরু হচ্ছে পাক-ভারত লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন ভারত! এই উত্তেজনার মাস তিনেক পরই দুই শত্রু দেশ বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।
যেখানে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। তবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ নিরপেক্ষ ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকনইফো এই তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে যায়নি পাকিস্তানে। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় নিরেপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে গিয়ে অংশ নেবে না। আইসিসি সেই দাবি পূরণ করেছে।
আসন্ন বিশ্বকাপের মূল আয়োজক ভারতের সঙ্গে থাকছে শ্রীলঙ্কাও। ভারতের চারটি ভেন্যুর সঙ্গে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল অংশ নেবে এবং ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে।
পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে। সেখানে তারা ২ অক্টোবর বাংলাদেশের, ১৫ অক্টোবর ইংল্যান্ডের, ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
২০২৫ সালের এই আসরেও আগের ২০২২ সালের মতো একই ফরম্যাট অনুসরণ করা হবে। আটটি দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন ভিত্তিতে খেলবে, আর শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। বাকি দুই জায়গা পূরণ হয়েছে বাছাই পর্বের মাধ্যমে। পাকিস্তান ও বাংলাদেশ, যারা চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে উত্তীর্ণ হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















