মাত্র তিনদিনে শেষ হয়েছে জিম্বাবুয়ে-আফগানিস্তান একমাত্র টেস্ট। আফগানিস্তানের ব্যার্টিং ব্যর্থতায় একমাত্র টেস্টের এমন পরিণতি। তিনদিনেরও কম সময়ে স্বাগতিক জিম্বাবুয়ে হারারে টেস্ট ইনিংস ও ৭৩ রানে জয় পেয়েছে। আফগানিস্তানের রান যথাক্রমে ১২৭ ও ১৫৯। বিপরীতে জিম্বাবুয়ের রান ৩৫৯। এর মাধ্যমে ১২ বছর পর টেস্টে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ের ক্রিকেটাররা। শুধু তাই নয়, ২০০১ সালের পর এটা তাদের প্রথম ইনিংস ব্যবধানে জয়। পাশাপাশি টেস্ট ইতিহাসের বড় জয়ও।
উভয় ইনিংসে ভিন্ন ভিন্ন বোলারের দাপটি নাজুক অবস্থা আফগানিস্তানের। প্রথম ইনিংসে ব্রাড ইভান্সের ঘূর্ণিতে কাবু হয়েছিলেন আফগানিস্তানের ব্যাটাররা। ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তাকে সঙ্গ দিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। ৩ উইকেট সংগ্রহ ছিল তার।
দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে নাস্তানাবুদ করেছেন রিচার্ড এনগ্রাভা। ৫ উইকেট শিকার তার।৩৭ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের ধ্বংসস্তূপে পরিণত করেন। তাকে সঙ্গ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। এ ইনিংসে তিনি নিয়েছেন তিন উইকেট।
আফগানিস্তানের প্রথম ইনিংসে করা ১২৭ রান জিম্বাবুয়ের ওপেনার বেন কুরান প্রায় একাই টপকে গিয়েছিলেন। ১২১ রান করেছিলেন তিনি। সিকান্দার রাজার ৬৫, নিকে ভেলচের ৪৯ আর ব্রাড ইভান্সের ৩৫ রানের সুবাদে ৩৫৯ রান করে তারা।
দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের ব্যাটিং ছিল আরও ছন্নছাড়া। ওপেনার ইব্রাহিম জাদরান করেছিলেন ৪২ রান। এক প্রান্তে দাঁড়িয়ে তিনি কিছুটা রান করলেও অন্য প্রান্তের ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৬০ রানের মধ্যে তারা প্রথম চার উইকেট হারিয়ে বসে। পরবর্তীতে বাহির শাহ (৩২), আফসার জাজাই এর ১৮ রান নিয়ে ১৫৯ রানে শেষ হয় তাদের ইনিংস, সে সঙ্গে ম্যাচও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















