এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

যুব এশিয়া কাপ শুরু ১২ ডিসেম্বর

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ১৫ জনের মূল স্কোয়াডের সাথে তালিকায় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৬ ক্রিকেটারকে। এবার আরব আমিরাতের দুবাইয়ে ১২ ডিসেম্বর মাঠে গড়াবে যুব বিশ্বকাপ।

গতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সবচেয়ে বড় ঘাটতি এবার পেসার আল ফাহাদের না থাকা। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি তার। মূল স্কোয়াড থেকে ছিটকে পড়া দেবাশীষ সরকার দেবা স্ট্যান্ডবাই হিসেবে আছেন। তার পরিবর্তে মূল স্কোয়াডে এসেছেন অফস্পিনার শেখ পারভেজ জীবন।

যুব এশিয়া কাপের সূচি

এবার যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের বিপক্ষে। ১৩ ডিসেম্বর আফগানিস্তান ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুটি ম্যাচ। মাঝে ১৫ ডিসেম্বর নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্য স্টিভেন্স স্টেডিয়ামে অন্য গ্রুপ ম্যাচটি খেলবে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, রিজন হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, ইকবাল হোসেন ইমন, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সা’দ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই

রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা।

Exit mobile version