সুপার এইটে ইংল্যান্ডের খেলা নিয়েই সংশয় ছিলো। গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের পরাজয় ইংলিশদের সুপার এইটে খেলার সুযোগ করে দিয়ে। সে সুযোগ দারুণভাবে কাজে লাগালো বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দেয় জস বাটলারের দল। চার উইকেটে ক্যারিবীয়দের করা ১৮০ রান ৮ উইকেট ও ১৫ বল হাতে রেখেই টপকে যায় ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ায় ড্যারেস স্যামি স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কোন ব্যাটার বড় ইনিংস না খেললেও মারকুটে ইনিংস খেলেন টপ অর্ডারের সবাই।
ওপেনার ব্রান্ডন কিং ২৩, আরেক ওপেনার জনসন চার্লস ৩৮, নিকোলাস পুরান ৩৬, রভম্যান পাওয়েল ৩৬ ও শেরফানে রাদারফোর্ডের অপরাজিত ২৮ রানের সুবাদে ১৮০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট পান।
জবাবে খেলতে নামা ইংল্যান্ড শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয়। অধিনায়ক জশ বাটলার ও ফিল সল্ট উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন। বস বাটলার ২২ বলে ২৫ ও মঈন আলী ১০ বলে ১৩ রান করে আউট হলেও ফিল সল্ট ৪৭ বলে ৮৭ ও জনি বেয়ারস্টো ২৬ বলে ৪৮ রান করে ১৫ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















