গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরি দেখেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বো টেস্টে প্রথম দিনে হতাশ করেছে ব্যাটররা। দিনের শুরুতেই ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। শূন্য রানে জীবন পেয়েও শূন্য রানেই আউট বিজয়।
ফলে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রান। দিনের খেলা শেষে তাইজুল ৯ ও এবাদত হোসেন ৫ রান করে অপরাজিত আছেন।
এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে জীবন পান ওপেনার বিজয়। কিন্তু এরপরই ব্যর্থ তিনি। গল টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক ফিরতে পারতেন তৃতীয় ওভারে। আসিথা ফার্নান্দোর বলে তার ক্যাচ নিতে পারলেন না কুসাল মেন্ডিস।
শ্রীলঙ্কা সফর যেন দুঃস্বপ্নের মতো কাটছে এনামুল হকের। গল টেস্টে শূন্য ও চার রানে ফেরা ডানহাতি ওপেনার এবারও ফিরলেন শূন্য রানে। আসিথা ফার্নান্দোর আগের ওভারে জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না এনামুল। এই লঙ্কান পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে পাঞ্চ করার চেষ্টায় স্টাম্পে টেনে এনে বোল্ড হলেন তিনি। ১০ বলে শূন্য রানেই শেষ হল এনামুলের অস্বস্তিময় ইনিংস।
দলীয় ৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫। এরপর ব্যাটিংয়ে নেমে সাদমানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে বেশ ভালোই আভাস দিচ্ছিলেন মুমিনুল। কিন্তু ভালো শুরুর পর ব্যক্তিগত ২১ রানের বেশি করতে পারেনি এই অভিজ্ঞ ব্যাটার। ৪৩ রানে মুমিনুল ফিরে গেলে ২৬ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে ফিরে যান অধিনায়ক শান্ত। এরপর বৃষ্টি হানায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বৃষ্টির পর সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিকুর রহিম ৩৫ ও মেহেদী হাসান মিরাজ ৩১ রান করে বিদায় নেন। সবাই ভালো শুরুর পরও নিজেদের ইনিংস করতে পারেনি। শেষ বিকেলে নাইম হাসান ২৫ রান করে ফিরে যান।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুম ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো।
