ঘরোয়া লিগ উড়ছে বার্সেলোনা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলটির অবস্থা বেশ নাজুক। পাঁচ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে খেলতে নামা স্প্যানিশ দলটি আবার পা হড়কানোর শঙ্কা জেগেছিল। নিজেদের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল দলটি। তবে হুলেস কুন্ডের জোড়া গোলে জয়ের হাসি হেসেছে দলটি। ২-১ গোলের জয় নিয়ে নক আউটে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
কুন্ডে মাত্র তিন মিনিটের এক ঝড়ে বার্সেলোনার সমর্থকদের উদ্বেগ দূর করে মুখে হাসি ফিরিয়ে আনেন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া দলটি ৫০ ও ৫৩ মিনিটে দুই গোলের দেখা পায়। এর আগে ২১ মিনিটে আনসগার কাউফের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
ছয় ম্যাচে বার্সেলোনার এটা তৃতীয় জয়। দলটি এক ম্যাচে ড্র করেছে, দুই ম্যাচে হেরেছে। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে অবস্থান চতুর্দশ স্থানে। অবশ্য ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে তারা আরও নিচে নেমে যেতে পারে। কেননা পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড আর ৮ পয়েন্ট নিয়ে বেয়ার লেভারকুজেন তাদের চোখ রাঙানি দিচ্ছে।
আগে গোল হজম করতে হলেও ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণের ধারটা বেশ ধারালো রেখেছিল। শুরুতেই তারা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। রবার্ট লেফানদোভস্কি গোল করেছিলেন কিন্তু আক্রমণের সূচনায় রাফিনহা অফসাইডে থাকায় গোল বাতিল হয়। আক্রমণের এই ধারা অব্যাহত রাখে স্প্যানিশ দলটি। তারই ধারাবাহিকতায় জেরার্ড মার্টিনের একটা চমৎকার শট দূর্দান্তভাবে রুখে দেন ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক মাইকেল জেটেরের।
এর মাঝে বার্সেলোনার সমর্থকদের থমকে দেন আনসগার। ২১ মিনিটে নাথানিয়েলের পাস থেকে বল পেয়ে বার্সেলোনার জাল কাঁপিয়ে দেন। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল জার্মান ক্লাবটি। কিন্তু ১৮ বছর বয়সী ইলিয়েস স্কিরি বারের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন। এ্ই ঝড়ের মাঝেই বার্সেলোনা খেলায় ফেরে ৫০তম মিনিটে। রাফিনহার ক্রস থেকে কুন্ডে হেডে গোল করেন। তিন মিনিট পর আবার কুন্ডের গোল। এবার গোলের রূপকার লামিনে ইয়ামাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩









