কে হতে চলেছেন এবারের কোপা আমেরিকার সেরা গোলরক্ষক। চলুন এক নজরে দেখে নেয়া যাক কোপা আমেরিকা ২০২৪-এ শীর্ষ পাঁচ গোলরক্ষকের র্যাঙ্কিং-
#৫ ডেভিড ওসপিনা (কলম্বো)
ইনজুরিতে থেকেও কলম্বিয়ার ৩৫ বছর বয়সী গোলরক্ষক ডেভিড ওসপিনা এই মৌসুমে আল নাসরের জার্সিতে ১৫ ম্যাচে পাঁচটি ক্লিনশিট তুলে নিয়েছেন। নিয়মিত তাঁকে কলম্বিয়ার জার্সিতে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা তাঁকে এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারে।
#৪ ক্লাউডিও ব্রাভো (চিলি)
যদিও সাম্প্রতিক সময়ে ব্রায়ান কার্টেস চিলির হয়ে নিয়মিত শুরুর একাদশে খেলছেন, দল চাপে পরলে ক্লাউডিও ব্রাভোর অভিজ্ঞতা তাঁকে এই ২৯ বছর বয়সীর চেয়ে এগিয়ে রাখবে। বার্সেলোনার টিকিটাকার স্বর্ণযুগে তিনি বার্সার মূল প্ল্যানের অংশ ছিলেন। এই মৌসুমে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রিয়াল বেটিসের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাভো। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ্য এবং কোপা আমেরিকায় নিজের অভিজ্ঞতা দেখাতে প্রস্তুত।
#৩ সার্জিও রোচেট (উরুগুয়ে)
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল থেকে ফার্নান্দো মুসলেরার অবসর নেয়ার পর থেকে সার্জিও রোচেট উরুগুয়ের প্রথম পছন্দের গোলরক্ষক। দীর্ঘমেয়াদী পাঁজরের চোট থেকে মার্চে ফিরে আসেন তিনি। তারপর থেকেই তিনি ইন্টারন্যাসিওনালের হয়ে ভালো পারফর্ম করে চলেছেন।
#২ অ্যালিসন বেকার (ব্রাজিল)
ব্রাজিলের অ্যালিসন বেকার। লিভারপুলের এই শট-স্টপার সেলেকাও লাইনআপের অন্যতম প্রধান খেলোয়াড় হতে চলেছেন। লিভারপুলের হয়ে একটি ভালো মৌসুম কাটিয়েছেন অ্যালিসন। পুরো মৌসুমে ৩২টি ম্যাচ খেলে ১১টি ক্লিন শিট রেখেছেন এই ব্রাজিলিয়ান।
#১ এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
নিঃসন্দেহে কোপা আমেরিকা ২০২৪-এর সেরা গোলরক্ষকদের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। গত কয়েকবছর ধরে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার আধিপত্য ধরে রাখার অন্যতম কারিগর তিনিই। এই মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে তিনি ১৫টি ক্লিন শিট রেখেছেন। তাঁর পেনাল্টি শ্যুটআউটের অভিজ্ঞতা এবারও আর্জেন্টিনাকে আরেকটি শিরোপা তুলে নেয়ার হাতছানি দিচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















