গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে থেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন মাত্র ১১ রান তুলেছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলেছে।
এর আগে গলে জোড়া সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। শেষ দিকে মাত্র ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে সকালে দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন ১৪৮ রান করা নাজমুল হোসেন শান্ত।
এরপর মুশফিক ১৬৩ রান করে বিদায় নেন। এরপর লিটন ৯০ রান করে ফিরে যান। এছাড়া শেষ দিকে নাঈশ হাসান ১১ রান করে বিদায় নেন। তবে হাসান মাহমুদ ৭ রান নিয়ে অপরাজিত থাকেন। বল হাতে শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো নেন চার উইকেট। এছাড়া মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে তিনটি করে উইকেট নেন।
