লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ ও জিরোনার মধ্যে লড়াইটা বেশ জমে উঠেছে। কখনো রিয়াল শীর্ষে তো পরের দিন জিরোনা সে স্থানের দখল নিচ্ছে। শনিবার দিনটা ছিল একটু ব্যতিক্রম। শীর্ষে থেকেই রিয়াল দিনটা শুরু করেছিল। কিন্তু জিরোনার ম্যাচ আগে থাকায় কিছু সময় শীর্ষে থাকার স্বাদটা তারা উপভোগ করে। পরে গ্রানাদাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ আবার শীর্ষস্থানের দখল বুঝে নেয়।
ম্যাচের উভয়ার্ধে একটি করে গোল করে রিয়াল মাদ্রিদ। ইব্রাহিম দিয়াজ ও রদ্রিগো ছিলেন গোলদাতা।
পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান হলেও রিয়াল মাদ্রিদকে যথেষ্ঠ ভুগিয়েছে গ্রানাদা। নিজেদের মাঠের এ খেলায় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে গোলের জন্য প্রায় আধাঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে রিয়ালকে। ৭১ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রেখেও গোলের জন্য মাথা কুটতে হয়েছে তাদের। অবশ্য প্রথম সারির একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ।
রিয়াল মাদ্রিদ প্রথম গোল পায় ইব্রাহিম দিয়াজ ও টনি ক্রুসের রসায়নে। ক্রুসের কৌশলী পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দিয়াজ পরাভূত করেন গ্রানাদার গোলরক্ষক রাউল ফার্নান্দেজকে। ৫৭ মিনিটে রদ্রিগোর করা গোলটি পেতে পারতেন জুডে বেলিংহাম। তার শট গ্রানাদা গোলরক্ষক ফিরিয়ে দিলে সুযোগটি নেন রদ্রিগো।
ম্যাচ শেষে দিয়াজ বলেন, দারুণ এক পাস থেকে আমি গোলটি করেছি। এটা ছিল একপ্রকার যাদুকরী পাস। দলকে সহায়তা করতে পেরে আমি খুশি।
১৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচ শেষে জিরোনার পয়েন্টও ৩৮। তবে গোল পার্থক্যে জিরোনা পিছিয়ে। এই দুই দলের সঙ্গে লড়াইয়ে আসতে পারে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩১ পয়েন্ট তাদের। তবে তারা দুটো ম্যাচ কম খেলেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















