অবশেষে মারা গেলেন জাপানী বক্সার সিগেতোশি কোতারি। গত ২ আগষ্ট জাপানের রাজধানী টোকিওতে লড়াইয়ের সময় মাথায় আঘাত লেগে আহত হয়েছিলেন কোতারি। জরুরি অস্ত্রোপচারে তাকে বাঁচানো যায়নি। মাত্র ২৮ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন কোতারি।
কোতারির মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছে ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশন (ডব্লিউবিও) ও দ্য ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি)। ডব্লিউবিসি প্রেসিডেন্ট মাউরিসিও সুলাইমান বলেন, কোতারির মৃতু্য বক্সিং জগতের বড় এক ক্ষতি। এই দুর্ঘটনার কারণে এখন আমাদের আবার বক্সিংকে আরো বেশি নিরাপদ করার উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে বক্সিংকে নিরাপদ করার যে সব পদ্ধতি রয়েছে তা কার্যকর করতে হবে। আমরা তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’
কোতারি প্রতিযোগিতায় দারুণ লড়ছিলেন। রেকর্ড সংখ্যা ৮ জয় ছিল তার। বিপরীতে মাত্র দুটো করে লড়াইয়ে ড্র করেছিলেন ও হেরেছিলেন।
কোতারির পাশাপাশি তার প্রতিপক্ষ হিরোমাশা উরাকাওয়াও আহত হয়েছিলেন। তার ইনজুরিও ছিল মারাত্মক। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য নেই।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের জন কুনের মৃতু্যর পর কোতারি ছিলেন দ্বিতী উদীয়মান বক্সার। বেলফাস্টে এক লড়াইয়ে আহত হয়ে মাত্র ২৮ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। ওয়েলসের নাথানা হোয়েলসের সঙ্গে লড়াইয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।
