সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে তিন পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে চার পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। একই মাঠে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে।
প্রথম ম্যাচে তিন জনের পরে দ্বিতীয়টিতেও আরও এক ক্রিকেটারের অভিষেক করাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামছেন ২৬ বছর বয়সী পেসার সাঘির খান।
এছাড়া একাদশে ফিরেছেন তরুণ উইকেটক্ষক-ব্যাটসম্যান আরিয়ানশ শার্মা। আগের ম্যাচ থেকে এবার নেই মোহাম্মদ জুহাইব ও সানচিত শার্মা।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুভ পারাশার, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, সাঘির খান।
