শিরোপার স্বপ্ন নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে উড়াল দিচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে দুবাইয়ের বিমানে উঠবে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের মাটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেখানে বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
তবে এবার নতুন করে সহ-অধিনায়কের নাম প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যা জানায় বিসিবি।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩ টি ওয়ানডে খেলেছেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া দুবাইয়ে দলের সঙ্গে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। উল্লেখ্য ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে টুর্নামেন্টের বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের পর বোলাররা দেশে ফিরবেন।
