জুনিয়র হকি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৮ দল নিয়ে হয়েছে ‘চ্যালেঞ্জার ট্রফি’ যা মূলত ১৭-২৪ স্থান নির্ধারণী প্রতিযোগিতা। সেই বিভাগে আজ মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। আমিরুল ইসলাম পঞ্চম হ্যাটট্রিক করে আসরেরি সর্বাধিক ১৮ গোল নিয়ে শেষ করেছেন।
এবারই প্রথম যুব বিশ্বকাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের সাথে দারুণ লড়াই করলেও জিততে পারেনি। একটি ম্যাচ ড্র করে। তাই খেলতে হয়েছে ১৭-২৪ স্থান নির্ধারণী পর্ব। এবারই প্রথম এই পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা নাম দিয়েছে চ্যালেঞ্জার ট্রফি।
৮ দলের স্থান নির্ধারণী এই পর্বের প্রথম ম্যাচে ওমানকে ১৩-০, দ্বিতীয় ম্যাচে ৫-৩ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। উভয় ম্যাচে হ্যাটট্রিক করেন আমিরুল। ওমানের বিপক্ষে করেন ৫ গোল। আজ ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে চলতি আসরে নিজের পঞ্চম হ্যাটট্রিক করেন তিনি অস্ট্রিয়ার বিপক্ষে।

ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করে। তবে প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। তার দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। হুজায়ফা করেন গোলটি। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্রিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে আরো তিন গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে উঠে। বাংলাদেশ শেষ দুই মিনিট খুব সতর্ক থাকায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়।

বিশ্বকাপে ৬ ম্যাচে আমিরুল ৫টি হ্যাটট্রিকসহ ১৮ গোল করেছেন। তিনিই চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা। তার এমন নৈপুণ্যেই চ্যালেঞ্জার ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের হকি ইতিহাসে এটা সবচেয়ে বড় সাফল্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















