ওভাল টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২৯ রান করেছিলেন ইংলিশ ব্যাটার জো রুট। দ্বিতীয় ইনিংসে তিনি তিন অংকের যাদুকরী রানের দেখা পেয়েছেন। করেছেন ১০৫ রান। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি এক অনন্য কীর্তি গড়েছেন। নিজেদের মাটিতে সর্বাধিক সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই ব্যাটার। বর্তমানে ইংল্যান্ডের মাটিতে তার সেঞ্চুরির সংখ্যা ২৪।
এতদিন এই কীর্তি শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে ভাগভাগি করছিলেন রুট। চারজনেরই নিজ নিজ দেশের মাটিতে ২৩টি করে সেঞ্চুরি ছিল। এখন জয়াবর্ধনে, ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে দিয়েছেন রুট।
এদিকে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায়ও নিজের অবস্থানের উন্নতি করেছেন জো রুট। বর্তমানে তার সেঞ্চুরির সংখ্যা ৩৯টি। সেঞ্চুরির সংখ্যায় তার অবস্থান চতুর্থতে। তার উপরে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। শচীনের সেঞ্চুরির সংখ্যা ৫১টি। ক্যালিস ও পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৪৫ ও ৪১। রুট আর দুই সেঞ্চুরির দেখা পেলে পন্টিংয়ের সঙ্গে তৃতীয় স্থান ভাগাভাগি করতে পারবেন। এ জন্য তাকে লম্বা একটা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামী নভেম্বরের আগে ইংল্যান্ডের আর কোনো টেস্ট নেই। নভেম্বরে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। ফলে অপেক্ষাটা দীর্ঘ নাও হতে পারে।
