টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। উভয় দলের জন্য এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার জন্য সিরিজে টিকে থাকার লড়াই। আর প্রোটিয়ারা এ ম্যাচ জিতে আগেভাগে সিরিজ জয় নিশ্চিত করতে চায়।

এ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা দলে একটা পরিবর্তন এনেছে। টেম্বা বাভুমাকে বিশ্রামে রেখেছে তারা। ফলে এইডেন মার্করাম এ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

ম্যাকেতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এ নিয়ে এ মাঠে পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯২ সালের বিশ্বকাপে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচটি শুরু হলেও তা শেষ হতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে কমিয়ে আনা হলেও শেষ পর্যন্ত মাত্র ২ বলে ম্যাচ বাতিল করতে হয়েছিল। আগে ব্যাট করে ভারত ২ বলে ১ রান করেছিল।

তবে সর্বশেষ ম্যাচ হয়েছে ২০২১ সালে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার নারী দল খেলেছিল সে ম্যাচে। পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল তারা।

Exit mobile version