টিকে থাকল পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা

বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ডিএলমেথডে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলো পাকিস্তান। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে আজ প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ করেছিল। ডিএলমেথডে তাদের দরকার ছিল ১৮০ রান।  

বর্তমানে ভারত ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান-চার দলের পয়েন্ট ৮। প্রথম দুই দলের (ভারত ও দক্ষিণ আফ্রিকা) সেমিফাইনাল খেলা নিশ্চিত। বাকি চার দলের মধ্যে দুটো দল তাদের সঙ্গে যোগ দেবে। ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে অস্ট্রেলিয়া আজ শেষ চারে খেলা নিশ্চিত করতে পারে। বাকি এক স্থানের জন্য লড়বে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।

পাকিস্তান তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তানের বাকি দুই ম্যাচ। এ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

৪০২ রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। মাত্র ৪ রানে আউট হন শফিক। পাকিস্তানের হয়ে মূলত ব্যাটিং তাণ্ডব করে ফখর জামান ও বাবর আজম। অসাধারণ এক ইনিংস খেলেছেন ফখর জামান। ব্যর্থতার কারণে বাদ পড়েছিলেন এই ওপেনার। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আবার ফেরেন তিনি। সুযোগ পেয়ে দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন ফখর জামান। এবার সব সাফল্যকে ছাপিয়ে গেলেন। দলের ঠিক প্রয়োজনের সময় জ্বলে উঠলো ফখরের ব্যাট। মারদাঙ্গা ব্যাটিংয়ে অপরাজিত ১২৬ রান করেছেন। মাত্র ৮১ বলে এই রান করেন তিনি। আটটি বাউন্ডারির পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ফখর।

বাবর আজমও তার ব্যর্থতা বের হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ৬৩ বলে ৬৬ রান করেন তিনি।

এর আগে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট হাতে নেমে ব্যাটিং তাণ্ডব করে নিউজিল্যান্ড। রাচিন রভিন্দ্র ও ইনজুরি থেকে ফেরা কেন উইলিয়ামসন পাকিস্তান বোলারদের ওপর স্টিম রোলার চালান। ৯৪ বলে ১০৮ রান করেন রাচিন। ১৫ ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে, একটা ওভার বাউন্ডারিও ছিল। অন্যদিকে উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রান করেন।

নিউজিল্যান্ডের সব ব্যাটারই এদিন কমবেশি রান পেয়েছেন। ড্যারিল মিচেল করেন ২৯ রান। মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস টর্নেডো ইনিংস খেলেছেন। চ্যাপমান ২৭ বলে ৩৯ রান করেন। ফিলিপস করেন ২৫ বলে ৪১ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সফল ছিলেন মোহাম্মদ ওয়াসিম। ১০ ওভারে ৬০ রানে তিন উইকেট শিকার করেন তিনি। এছাড়া হাসান আলী, ইফতিখার আহমেদ ও হারিস রউফ একটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের ইনিংস সমৃদ্ধ করতে পাকিস্তানের বোলারদের অবদান কম নয়। ২৬টি অতিরিক্ত রান দিয়েছেন পাকিস্তান বোলাররা। ১৭টি ছিল ওয়াইড বল।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist