টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে বাংলাদেশ সময় আগামী ২ জুন। বিশ্বকাপের বিশেষ দায়িত্ব হিসেবে তারকা ক্রিকেটারদের শুভেচ্ছাদূত বানিয়ে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটার ক্রিস গেইল, সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও কিংবদন্তী গতিমানব উসাইন বোল্টকে শুভেচ্ছাদূত করা হয়।
শুক্রবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও এক আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া আফ্রিদির বিশেষ এই দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছে আইসিসি।
সাবেক এই তারকা ২০০৭ ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল খেলার অন্যতম নায়ক। প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে হারলেও সেই ভারত পরাজিত করেই তারা দ্বিতীয় ফাইনালে জয় পায়। এখনও পর্যন্ত এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের একমাত্র শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















