নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দায়ীত্ব সামলেছেন শান্ত। এবার সাদা পোশাকেও দলকে নেতৃত্ব দিবেন তিনি। ২৮ নভেম্বর সিলেটে প্রথম ও ৬ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।
এখনও দল ঘোষণা হয়নি। ইনজুরির কারণে সাকিব আল হাসান খেলবেন না এটাও এক প্রকার নিশ্চিত। লিটন কুমার দাস ১৬ নভেম্বর কন্যা সন্তানের জনক হয়েছেন। ফলে ছুটি চেয়েছেন মাস দুয়েকের জন্য। বিসিবিও কাউকে জোর করে খেলাতে চায় না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই অধিনায়কের নামটাই আগে জানিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারতে গিয়েছিলো নিউজিল্যান্ড দল। বৃষ্টির কারণে ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। ২৩ ও ২৬ সেপ্টেম্বর পরের দুই ম্যাচ যথাক্রমে ৮৬ রান ও ৭ উইকেটে জয় পায় কিউইরা। এবার দ্বিতীয় দফায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















