ঢাকা প্রিমিয়ার লিগে ক্লাবের মালিকানায় তামিম- মিজান

চমক দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আর দলটির অধিনায়ক হিসেবে দুই বারই দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত বরিশালকে পরপর দুবার শিরোপা এনে দেয়ার বড় কারিগর বলা চলে তামিম ইকবালকে।

এছাড়া আলাদা করে নজর কেড়েছে বিপিএলের অন্যতম সেরা সফল মালিক মিজানুর রহমানের নিবেদন। তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নটাও আলাদা করে উঠে এসেছিল আলোচনায়। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা দুজনকেই করতে দেখা গিয়েছে সবসময়।

এবার এই দুই জুটিকে দেখা যাবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলেও। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান। খেলালাইভকেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন ক্লাবটির।

এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি। তিনি বলেন,‘সব কিছু আগামী এক সপ্তাহের মধ্যেই মিডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জানাবো।’

Exit mobile version