জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। সোমবার প্রকাশিত এ কমিটিতে জায়গা পেয়েছেন জাতীয় ক্রিকেট ও ফুটবল অঙ্গনের পরিচিত মুখরা। কমিটিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির এবং সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নেয়ামুর রশীদ রাহুল রয়েছেন।
এছাড়াও কমিটিতে আছেন দুই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক খন্দকার জামিল উদ্দিন ও মাহফুজুর রহমান সিদ্দিকী। জামিল উদ্দিন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পদাধিকারবলে আহ্বায়ক হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।
কমিটিতে আরও যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক রেদোয়ান শুয়েব, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান এবং ক্রীড়ানুরাগী আনোয়ার হোসেন আরিফ।
গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়।
ঢাকা বিভাগের নতুন কমিটি ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। নতুন এই কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় অংশগ্রহণের জন্য দুটি কাউন্সিলর মনোনীত করতে পারবে।
