সাকিব আল হাসানের বলে রোহিত শর্মা আউট হয়েছিলেন ব্যক্তিগত ২৩ রানে। খেলেছিলেন ১১ বল। আর ভিরাট কোহলি আউট হলেন এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান করে। এক বল পরই আউট হন আরেক মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব।
এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবীদার হলেও ব্যাটে রান পাচ্ছিলেন না ভিরাট। বাংলাদেশের বিপক্ষে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে তার ইনিংসকে আর বাড়তে দেননি তানজিম সাকিব।
ভিরাট আউট হওয়ার পর নেমেই তানজিম সাকিবের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। প্রথম বলেই ছক্কা হাকান। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন। ৭৭ রানে তিন উইকেট হারায় ভারত।
