তাসকিনের ইতিহাস ছোঁয়া ম্যাচে রাজশাহীর জয়

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেলো দুর্বার রাজশাহী। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় শাকিব খানের দল। বল হাতে রাজশাহীর পক্ষে ৭ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। জবাবে, ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় এনামুল হক বিজয়ের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহী ১১ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় লাভ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন এনামুল হক। তিনি ৪৬ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ম্যাচ সাজান তিনি।

এছাড়াও দলের হয়ে চমৎকার পারফর্ম করেন রায়ান বার্ল। ৩৩ বলে অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাটারদের ভালো পারফরমের পরেও ম্যাচের সকল আলো কেড়ে নিয়েছেন তাসকিন আহমেদ। সবাইকে হটিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ইতিহাস রচনাকারী এই বোলার। তবে, দুর্ভাগ্যই বলা চলে ঢাকার। দুই ম্যাচে এখন পর্যন্ত একটিতেও জিততে পারেনি শাকিব খানের দল।

Exit mobile version