দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপগুলো

দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপগুলো

ফুটবল বিশ্বের পরবর্তী চার বছরের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ঘটে গেল গতকাল রাতে, ওয়াশিংটন ডিসিতে। জন এফ কেনেডি সেন্টারের বিশাল হলে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ তালিকা। ৪৮ দলের এই প্রথম বিশালায়িত বিশ্বকাপে কারা কার মুখোমুখি হবে, সেই প্রশ্নের উত্তর মিলল ড্র মঞ্চে। এখনো ছয়টি দল বাকি ইউরোপিয়ান ও আন্তর্মহাদেশীয় প্লে-অফ থেকে তারা ঠিক হবে মূল পর্বের জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তিন দেশের মাঠজুড়ে সাজানো ফিফা বিশ্বকাপ ২০২৬ – গ্রুপগুলো এক নজরে:

গ্রুপ দলসমূহ
গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড
গ্রুপ বি কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো
গ্রুপ ই জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট
গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া
গ্রুপ জি বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে
গ্রুপ জে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলাম্বিয়া
গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

ড্র–এর পর এখন একটাই অপেক্ষা, এই বহুল আলোচিত তালিকা মাঠে কতটা গল্প তৈরি করে। ২০২৬ সালের জুন-জুলাইতেই জানা যাবে কোন গ্রুপ চমক দেবে, আর কারা আবার স্বপ্ন ভাঙবে।

Exit mobile version