দেশের হয়ে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তাইজুলের

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বোলারদের একজন স্পিনার তাইজুল ইসলাম। লাল বলে উইকেট সংখ্যায় সাকিব আল হাসানের পরেই তার নাম। তবে, সেভাবে আলোচনায় থাকেন না কখনোই। নিজেকে তাই ‘আন্ডাররেটেড’হিসেবেই মানেন। ধারাবাহিকভাবে দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করা তাইজুল ক্রিকেটের এই অভিজাত সংস্করণের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরপরই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কের পদটা তাই এই মুহূর্তে ফাঁকা পড়ে আছে। লাল বলে টাইগারদের আগামীর কাণ্ডারি কে হচ্ছেন–তা নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে টেস্টের অধিনায়ক হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেন তাইজুল ইসলাম।

জাতীয় দল তো দূরের কথা সেভাবে কখনো ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দেননি তাইজুল। তবে, অধিনায়ক হতে যেসব গুণ থাকতে হয় তা নিজের মধ্যে আছে বলেই মনে করেন এই বাঁহাতি স্পিনার। ক্রিকবাজকে এই ৩৩ বছর বয়সী স্পিনার বলেন,‘আমার মনে হয় ক্যাপ্টেনকে স্পেস দেওয়া জরুরী। তার কথায় আস্থা রাখা উচিৎ। কারণ দল তখনই ভালো খেলবে যখন অধিনায়কের ওপর বিশ্বাস থাকবে। আমার অভিজ্ঞতা নেই বলে এমন নয় আমি প্রস্তাব পেলে অধিনায়কত্ব করতে পারব না। আমি মনে করি, এখানে এমন কিছু নেই যা আমি করতে পারব না। তবে ব্যাপারটা এমন নয় আমি অধিনায়কত্বের জন্য লোভ করছি।’

এছাড়া তিনি বলেন,‘এমন নয় অধিনায়ক হলে লাভ আছে। অধিনায়ক একটা দৃষ্টিকোণ রাখতে পারে, সে দলকে কোথায় দেখতে চায়, কেমন দল চায়। দুই বছর পর আপনি দলকে কোথায় দেখতে চান সেই লক্ষ্য থাকতে হবে। টিম ম্যানেজমেন্ট ও টিম অফিসিয়ালদেরও থাকতে হবে। যদি অধিনায়ক হওয়ার সুযোগ আসে, কেন নয়?’

তাইজুল আরও বলেন,‘অভিজ্ঞতা জরুরী। বিদেশের মাটিতে কয়তি ম্যাচ আমি খেললাম… অভিজ্ঞতায় পূর্ণ হলে পারফরম্যান্স চলেই আসে। নতুন কারও জন্য অভিষেকের পরপরই ভালো করা কঠিন। সম্ভাবনা খুব কম থাকে। তাই খেলোয়াড়দের সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সময় পেয়েছি এবং সময়ে সময়ে উন্নতি করেছি।’

Exit mobile version