এমএমএ উইকলির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএফসির বিতর্কিত ফাইটার জন ‘বোন’ জোন্স আবারও নতুন মামলায় জড়িয়ে পড়েছেন। বছরের শুরুর দিকে এক গাড়ি দুর্ঘটনা ও ঘটনাস্থল থেকে পালানোর ঘটনায় এই নতুন অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি অবসর ঘোষণা, ইউএফসিতে প্রত্যাবর্তনের গুঞ্জন, এবং একের পর এক বিতর্কে সংবাদের শিরোনামে রয়েছেন জোন্স। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি ফৌজদারি অভিযোগ।
নিউ মেক্সিকোর আলবুকার্কে এক দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় একটি সাদা সেডান গাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গাড়ির ভেতরে এক নারী অর্ধনগ্ন ও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। অভিযোগ উঠেছে, গাড়িটি চালাচ্ছিলেন জন জোন্স, যিনি পুলিশের আগমনের আগেই পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। সেই ঘটনার জের ধরে জুনের ৩০ তারিখে নতুন অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জোন্স ‘টেলিফোন ব্যবহার করে ভীতি প্রদর্শন, হুমকি, হয়রানি এবং বিরক্ত করার’ অপরাধ করেছেন।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ফোনে কথা বলার সময় জোন্সের কথা অস্পষ্ট ছিল এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছে। অভিযোগে উল্লেখ রয়েছে, জোন্স ওই অফিসারকে হুমকি দিয়ে বলেনঃ
“আমার ভাইয়েরা লোকজনকে এরচেয়ে কম কারণেই মেরে ফেলে। ওরা গলা কাটে, পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ ওরা। তুমি হয়তো এই বছর দ্বিতীয় ব্যক্তি, যাকে আমি হুমকি দিলাম।”
জোন্স ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পালানোর মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই মামলার পরবর্তী শুনানি ১৪ আগস্ট নির্ধারিত হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















