নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক শান্ত, দলে নতুন তিন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন সিরিজে দুই ম্যাচের টেস্টে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

২৫ বছর বয়সী শান্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১৩তম অধিনায়ক। এই সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বা হাতি স্পিনার হাসান মুরাদ। ২২ বছর বয়সী মুরাদ প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম করেছেন। ২৫ ম্যাচে শিকার করেছেন ১২১ উইকেট। ২০২১ সাল থেকে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন। মুরাদের পাশাপাশি প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও পেসার হাসান মাহমুদ।

আগামী ২৮ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেনু্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূ্ক্ত। নতুন চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশের এটা প্রথম সিরিজ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

Exit mobile version