পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়ায় দেশে ফিরছেন নাহিদ রানা-রিশাদ হোসেনসহ দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। শনিবার (১০ মে) দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা তাদের।
তবে পিএসএল স্থগিত করায় পাকিস্তানে আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে আনা হয় সংযুক্ত আরব আমিরাতে। প্রথমে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ২৪ ঘণ্টা না পেরুতেই আমিরাত ক্রিকেট বোর্ড সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন ক্রিকেটাররা।
এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। অন্যদিকে পেশোয়ার জালমির স্কোয়াডে থাকলেও অভিষেকের সুযোগ পাননি নাহিদ।
