সেরি আতে শুভ সূচনা করেছে ইন্টার মিলান। সোমবার রাতে ঘরোয়া লিগের প্রথম ম্যাচে গোল বন্যা বইয়ে দিয়েছে তারা। মার্কাস থুরামের জোড়া গোলে তোরিনোকে ৫-০ গোলে হারিয়েছে। থুরামের পাশাপাশি স্কোর শিটে নাম লেখান আলেসান্দ্রো বাস্তোনি, লাউতারো মার্টিনেজ ও আঞ্জে ইয়োহান বনি।
প্রথমার্ধে ইন্টার মিলান ২-০ গোলে এগিয়ে ছিল। থুরাম ও বাস্তোনি গোল করেছিলেন। দ্বিতীয়ার্ধে লাউতারো, ইয়োহান বনি ও থুরাম গোল করেন।
এ জয়ের ফলে ইন্টার মিলান নতুন কোচ ক্রিশ্চিয়ান চিভু ও দলের সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। গত মৌসুমের বাজে পারফরম্যান্সকে পেছনে ফেলে ভালো একটা ফলাফলের প্রত্যাশা তাদের সামনে ফুটে উঠেছে।
গত মৌসুমে লিগ শিরোপা জয়ের খুব কাছে গিয়ে ফিরতে হয় ইন্টার মিলানকে। শেষ দিকে বোলোনিয়া ও রোমার কাছে পরপর দুই ম্যাচে হার তাদের আফসোস বাড়িয়ে দেয়। এক পয়েন্টের ব্যবধানে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের হারটা এখনো মিলান সমর্থকদের বুকে তীরের মতো বিঁধে আছে। প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের স্বপ্নে বিভোর ছিল দলটি। কিন্তু এমভাবে বিধ্বস্ত হতে হবে তা হয়তো কেউ কল্পনাতেও আনেনি। ফ্রেঞ্চ দলটির কাছে ৫-০ গোলে হারে তারা।
