সাম্প্রতিক সময়ে দেশ ও দেশের বাইরে দারুণ সময় কাটানো বাংলাদেশ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩। গত মাসে ছিল ১৮৯তম অবস্থানে। এর আগে জুন, জুলাই মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম স্থানে।
এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল র্যাঙ্কিংয়ে তাদের আধিপত্য ধরে রেখেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে তারা। এ মাসের শুরুতে হওয়া ফুটবল ম্যাচগুলো বিবেচনা করে ফিফা নতুন এ র্যাঙ্কিং প্রকাশ করেছে। শীর্ষ দশ অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শীর্ষ দশ থেকে কেউ ছিটকে পড়েনি, আবার ঢুকতেও পারেনি। তবে নিজেদের মধ্যে অবস্থানের বেশ পরিবর্তন হয়েছে।
এ মাসের শুরুতে বিশ্ব ফুটবলে মেতে উঠেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত ১৬৫টি ম্যাচ মাঠে গড়িয়েছিল। এ সব ম্যাচের মধ্যে বিশ্বকাপ বাছাই পর্ব, কনকাকাফ নেশনস লিগের পাশাপাশি মহাদেশীয় প্রতিযোগিতা ছিল।
র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। তবে আর্জেন্টিনা তাদের অবস্থান আরো সংহত করেছে। বিশ্বকাপের রানার্স ফ্রান্স থেকে পয়েন্টের পার্থক্যটা আরো বাড়িয়ে নিয়েছে। ঠিক একইভাবে ফ্রান্স তৃতীয় স্থানে থাকা ব্রাজিল থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে।
এ মাসে বিশ্বকাপ বাছাই ব্রাজিল মোটেও ভালো করতে পারেনি। নিজেদের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর উরুগুয়ের মাঠে হেরেছে। এই দুই ম্যাচের প্রভাব র্যাঙ্কিংয়ে পড়েছে। এর ফলে একদিকে ফ্রান্সের সঙ্গে যেমন তাদের দূরত্ব বেড়েছে তেমনি চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
বেলজিয়াম পঞ্চম স্থান ঠিকই ধরে রেখেছে তবে পর্তুগাল তাদেরকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। রোনালদোর দেশটি দুই ধাপ এগিয়ে এসে বেলজিয়ামকে চোখ রাঙাচ্ছে। পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া চার ধাপ নেমে এসেছে। এ মাসে পয়েন্টের দিক থেকে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি অবনমন হয়েছে।
