লিওনেল মেসির বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে। তবে সেখানে খুব একটা থাকা হয় না তার। বার্সেলোনায় খেলার সুবাদে জীবনের লম্বা একটা সময় স্পেনে কেটেছে। তারপর ফ্রান্সে, এখন মেসি আছেন যুক্তরাষ্ট্রে। ফলে আর্জেন্টিনায় তেমন একটা যান না তিনি। তবে এখন তার মন পড়ে আছে, বিশেষ করে বাহিয়া ব্লাঙ্কায়। সেখানে বন্যা হচ্ছে, বন্যায় সেখানকার ক্ষতিগ্রস্থদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন।
রোজারিও থেকে বাহিয়া ব্লাঙ্কার দূরত্ব কম নয়। বিমানে গেলে পাঁচ ঘন্টার মত সময় লাগে। সেখানকার বন্যা সম্পর্কে মেসি তার ইনস্টগ্রামে লিখেছেন, বাহিয়া ব্লাঙ্কায় কি হচ্ছে,আমরা সে ব্যাপারে খোঁজখবর রাখছি।’
মেসি আরও লিখেছেন, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে সেই সব পরিবারের জন্য আমার সববেদন রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে সেই কামনা রইল।
প্রবল বৃষ্টির কারণে বাহিয়াতে বন্যা হয়েছে। টানা আট ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
