দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ নেদারল্যান্ডস। নাসুম আহমেদ আর মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে টপ অর্ডার ভেঙে পড়ে সহজেই। শেষদিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলেও কোনোরকমে তিন অঙ্ক ছুঁতে পারে সফরকারীরা।
বাংলাদেশ ব্যাটারদের ঝোড়ো ইনিংসে সেই লক্ষ্য উড়ে যায় মুহূর্তেই। ৯ উইকেটের দাপুটে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
তবে সিরিজ হারের পরও হাল ছাড়েননি নেদারল্যান্ডসের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশে থাকা দলের বিপক্ষে খেলাটা বড় সুযোগ। আমরা ক্রিকেটের দেশ হিসেবে এগোতে চাই এবং সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমরা নামব এবং কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেব।”
বাংলাদেশের শক্তি নিয়েও প্রশংসা করেছেন নিকার্ক। তাঁর মতে, দলের ব্যাটাররা দায়িত্ব নিলে সামনে আরও এগোতে পারবে তারা।
“বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক হচ্ছে। তরুণ ব্যাটাররা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে, এশিয়া কাপে তাদের ভালো সম্ভাবনা থাকবে।”
এছাড়া বোলিং আক্রমণের বৈচিত্র্য নিয়েও প্রশংসায় ভাসান তিনি—
“তাসকিন আছে, যে ১৩৫ কিমির বেশি গতিতে বল করতে পারে। মুস্তাফিজ আছে, যার ভিন্ন ভিন্ন ডেলিভারি বিপদ ডেকে আনে। মেহেদী আছে, যে নতুন বলে কিংবা ইনিংসের যেকোনো সময়ে বোলিংয়ে কার্যকর। এত বৈচিত্র্য থাকায় বাংলাদেশ সবসময়ই প্রতিদ্বন্দ্বিতায় থাকবে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















