বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান। সিরিজ শুরুর একদিন আগে, শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তিনি জানান, বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো দল, বিশেষ করে ঘরের মাঠে তাদের পারফরম্যান্স আরও শক্তিশালী।
সালমান বলেন, “এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো ভেন্যুতে বাংলাদেশ ভালো খেলে, ঘরের মাঠে তারা আরও কঠিন প্রতিপক্ষ। আমরা জানি সামনে কঠিন চ্যালেঞ্জ আসবে, তবে আমরা তা নিতে প্রস্তুত।”
গত ৯ বছরে বাংলাদেশ পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি, কিন্তু সালমান অতীত নিয়ে ভাবতে নারাজ। তার ভাষায়, “আমরা আগের ফলাফল নিয়ে ভাবছি না। বর্তমান ম্যাচে মনোযোগ দিতে চাই। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে। যদি সিরিজ ৩-০তে জিততে পারি, তাহলে সেটা অবশ্যই দারুণ হবে।”
পাকিস্তানের স্কোয়াডে নতুন কিছু মুখ দেখা যাবে, বিশেষ করে দুই উদীয়মান ফাস্ট বোলার নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক সালমান। তিনি জানান, “টি-টোয়েন্টি ক্রিকেট খুব দ্রুত বদলাচ্ছে। আমরা বেসিক ক্রিকেট খেলতে চাই। আমাদের দলে নতুন কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ভবিষ্যতে বড় কিছু করতে পারে।”
উল্লেখ্য, সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজ ঘিরে রয়েছে দারুণ উত্তেজনা, বিশেষ করে দুই দেশের ভক্তদের মাঝে।
