বাংলাদেশের প্রথম বহর এখন পাকিস্তানে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ তে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (রোববার) সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। পাকিস্তানে পা রাখা প্রথম বহরে আছেন ১০ জন।

ক্রিকেটারদের সেই তালিকায় আছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।

পাকিস্তান সফরের জন্য বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন। রানার জায়গায় নতুন করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে।

পেসার মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। শনিবার তার আইপিএল আসর শেষ হয়েছে। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি দুটি টি-টোয়েন্টি ৩০ মে এবং ১ জুন।

Exit mobile version